Zip ফাইল কি? ZIP ফাইল সম্পর্কে বিস্তারিত জানুন

Zip ফাইল কি?  ZIP ফাইল সম্পর্কে বিস্তারিত জানুন

Zip ফাইল কি?  ZIP ফাইল সম্পর্কে বিস্তারিত জানুন

প্রায় ইন্টারনেট থেকে বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন ফাইল ডাউনলোড করলে, সেই ডাউনলোডকৃত ফাইলটি ZIP ফাইল আকারে দেখা যায়। কি এই ZIP ফাইল, যার এতো ব্যবহার? আজকে আমরা এই ZIP ফাইল সম্পর্কে জানব।

Zip ফাইল কি? ZIP ফাইল সম্পর্কে বিস্তারিত জানুন


Zip ফাইল হল একটি স্পেশাল ফাইল ফরমেট যা এক বা একাধিপ ফাইলগুলোকে একত্রে বা একই জায়গায় রেখে কমপ্রেস বা ফাইল সাইজ সংকোচন করতে ব্যবহৃত হয়।


ZIP শব্দের অর্থ সংকুচিত করা। যখন কোন ফাইল বা সফ্টওয়্যার ইন্টারনেটে শেয়ার করা হয়। সাধারণত দেখা যায় অনেকগুলো ফাইল একসাথে আপলোড করার প্রয়োজন পরে। কিন্তু ডাউনলোডকারী ব্যক্তি একসাথে সবগুলো ফাইল ডাউনলোড করতে নাও পারে। সেক্ষেত্রে সে বিভ্রান্তিতে পড়তে পারে।
এই সমস্যার সমাধানে ZIP ফাইল কাজ করে অর্থাৎ ফাইলগুলোকে একত্রে বা একই জায়গায় রেখে কমপ্রেস করা যায়। তাই যে ZIP ফাইলটি ডাউনলোড করবে, সে ZIP ফাইলটির ভেতরেই প্রয়োজনীয় সকল ফাইল পাবে । তাকে আর আলাদা করে একাধিক ফাইল ডাউনলোড করতে হবে না।



মজার ব্যাপার হচ্ছে এই যে, ZIP ফাইল ডাউনলোড করা সবচেয়ে নিরাপদ। কারণ এর মধ্যে ভাইরাস প্রবেশ করতে পারে না। এজন্য অনেকে ZIP ফাইল ব্যবহার করা পছন্দ করে থাকেন।

কিভাবে কম্পিউটারে ফাইল/ফোল্ডার কম্প্রেস করা যায়
Zip ফাইল কি?  ZIP ফাইল সম্পর্কে বিস্তারিত জানুন
Zip ফাইল কি?  ZIP ফাইল সম্পর্কে বিস্তারিত জানুন


আপনি যে সমস্ত ফাইল বা ফোল্ডার জিপ করতে চান, সেগুলো নির্বাচন করুন।


এরপর মাউসের রাইট-ক্লিক করুন, সাব মেনুর "Send to" অপশনে ক্লিক করে - "Compressed" ক্লিক করুন।

দেখুন নতুন করে একটি জিপ ফাইল তৈরি হয়ে গেছে।

জিপ ফাইলটি আনজিপ করতে সেই জিপ ফাইলের উপর ডাবল ক্লিক করুন।



এটা তো কম্পিউটারের ডিফল্ট সফটওয়্যার। তবে কয়েকটি

ফইল জিপ বা কম্প্রেস করার সফটওয়্যার আছে। যেমন: WinRar, 7Zip.

এই সফটওয়্যার গুলোর মাধ্যমে অতি সহজে ফাইলগুলোকে জিপ ফাইল করা যাবে।






No comments:

Please do not enter spam links

Powered by Blogger.